সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরীর ফুটপাত দখলদার ও তাদের আশ্রয়দাতাদের তালিকা আদালতে জমা দেয়া হয়েছে। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন সোমবার (১৬ই অক্টোবর) সকাল ১১ টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে এ তালিকা জমা দেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন তালিকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত মেয়র এ তালিকা জমা দিয়েছেন। আদালত ফুটপাত দখলমুক্ত করতে নির্ভয়ে কাজ করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন।
একটি সূত্র জানায়, আদালতে ৩৬-৩৭ জন দখলদারের তালিকা জমা দেয়া হয়েছে।
আদালতের এপিপি মাহফুজুর রহমান তালিকা জমা দেয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
নির্দেশ থাকা সত্ত্বেও ফুটপাত দখলদারদের তালিকা জমা দিতে না পারায় আদালত গত ৭ই অক্টোবর তাদেরকে ১৬ই অক্টোবর আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, সিলেট জেলা আইনজীবী সমিতির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫শে মে ফুটপাত দখলকারীদের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন আকারে জমা দিতে মেয়রকে নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালত। এ ক্ষেত্রে মেয়রকে সহযোগিতার জন্য কোতোয়ালি থানার ওসিকেও নির্দেশ দেন আদালত। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ৩০শে মে নগরীর ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিসিক। এ বৈঠকের পর গত ১লা জুন থেকে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় ফুটপাতে অবৈধ দখলকারীদের উচ্ছেদে অভিযান শুরু করে সিসিক। কিন্তু কয়েক দিনের মধ্যেই সে অভিযানে ভাটা পড়লে অবৈধ দখলদাররা ফিরে আসে।
গত ৮ই জুন মেয়র প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আদালতে আবেদন করলে তাকে এক মাসের সময় দেওয়া হয়। এর পর আরও তিন মাস অতিবাহিত হলেও মেয়র প্রতিবেদন দাখিল করেননি। একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনপ্রতিনিধি হয়েও কেন আদালতের আদেশ মেনে প্রতিবেদন দাখিল করছেন না, তার ব্যাখ্যা দিতে মেয়রকে ও কোতোয়ালি থানার ওসিকে তলব করেন আদালত।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zcMDCH
October 16, 2017 at 07:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন