টিলাগড়ে দু’গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বলির পাঠা হলেন মিয়াদ


সুরমা টাইমস ডেস্ক:: নিজ দলীয় কোন্দলে ফের খুন হলেন আরেক ছাত্রলীগ কর্মী। টিলাগড় কেন্দ্রীক দু’গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এবার বলির পাঠা হলেন ওমর মিয়াদ উরফে মিয়াদ আহমদ নামের এক ছাত্রলীগ কর্মী।
তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ের ছাত্র ছিলেন। তা গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলায়। এসময় নাজমুল ও নাসিম আরো দুজন আহত হয়েছেন।
এর মধ্যে নাজমুল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে মিয়াদ হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত। নিহত মিয়াদ টিলাগড় দুটি গ্রুপের একটি রঞ্জিত সরকার বলয় হিরন মাহমুদ নিপু গ্রুপের সদস্য বলে জানা গেছে। এবং হত্যাকারীরা আজাদুর রহমান আজাদ গ্রুপের নেতা কর্মী বলে জানা যায়।
এ ব্যাপারে সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা মিয়াদ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর সংবাদ তাকে নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাস্থলের রয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xJJ6zi

October 16, 2017 at 07:17PM
16 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top