কলকাতা, ১৬ অক্টোবরঃ বিজেপি পাহাড় নিয়ে চক্রান্ত করছে। তাদের ইন্ধনে পাহাড়ে নতুন করে অশান্তির সৃষ্টি হচ্ছে। আজ সর্বদল বৈঠকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় ইশ্যুতে এদিন তৃতীয় সর্বদল বৈঠক বসে নবান্নে। বৈঠক শেষ বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘পাহাড়ে শান্তি ফিরুক তা কখনই চায় না কেন্দ্র। পাহাড় থেকে বাহিনী প্রত্যাহার করেছে তারা। কিন্তু, প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত সঠিক নয়। রাজ্যর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। বিষয়টি নিয়ে আমরা স্তম্ভিত।’
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, ‘পাহাড়ে শাসকদল থেকে সমর্থন পাচ্ছে দুষ্কৃতীরা।’ তবে এদিনের বৈঠক ইতিবাচক হয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘দার্জিলিংয়ে শান্তি ফিরিয়ে আনতে হবে। ২১ নভেম্বর পাহাড় ইশ্যুতে ফের একটি বৈঠক হবে। পরবর্তি বৈঠক হবে পিনটেল ভিলেজে।’
এদিন পাহাড়ের তরফে সর্বদল বৈঠকে হাজির ছিলেন বিনয় তামাং, অনিত থাপা। ছিলেন কালিম্পংয়ের তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী ও তৃণমূলে নেতা অমর সিং রাই। কিন্তু সেখানে হরকা বাহাদুর ছেত্রীর দল জন আন্দোলন পার্টির কোনও প্রতিনিধি উপস্থিত হননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xIsN12
October 16, 2017 at 07:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন