“সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে টিপসই পরিহার করে স্বাক্ষর দিতে হবে”- এমপি সামাদ

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, “সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে টিপসই পরিহার করে স্বাক্ষর দিতে হবে। যাদের স্বাক্ষর জ্ঞান নেই, তারা যে কোন উপায়ে তা শিখতে হবে। দেশে শতভাগ স্বাক্ষরজ্ঞান নিশ্চিত করতে শিক্ষিত যুব ও যুব মহিলাদেরকে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন- “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যোন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কিন্তু সুবিধাভোগীরা অনেকে স্বাক্ষর জানা সত্ত্বেও অনুদানের মাস্টার রোলে টিপসই দিয়ে এসব অনুদান গ্রহণ করছেন। এতে শিক্ষার হার কাগজপত্রে হ্রাস পাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যায়না।”

তিনি আরো বলেন- “সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। সে সময় সিলামের ডুংশ্রী ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও জাতীয়করণ করা হয়।”

এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল শনিবার (১৪ই অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ডুংশ্রী ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩ লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৪৯ লাখ টাকা ব্যয়ে মোগলাবাজার রেঙ্গা মাদরাসা থেকে আনিলগঞ্জ-জালালপুর সড়ককরণ কাজ শেষে উদ্বোধনকালে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৃথক দুটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী আফছর উদ্দিন, সহকারী প্রকৌশলী রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপা অধিকারী, মো. রফিক মিয়া, শিক্ষানুরাগী আলাউদ্দিন তুলা, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, শাহেল আহমদ চৌধুরী মেম্বার, বাবুল আহমদ মেম্বার, সেলিম আহমদ মেম্বার, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আ’লীগ নেতা কাছা মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, মইন উদ্দিন মেম্বার, ছাত্র নাসির উদ্দিন, আতাউর রহমান রুহানি।

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র নাসির উদ্দিন। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gGYbaf

October 15, 2017 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top