তেজসের খাবার খেয়ে অসুস্থ ২৪ যাত্রী

মুম্বই, ১৫ অক্টোবরঃ কারমালি-সিএসটি তেজাস এক্সপ্রেসের খা৪বার খেয়ে অসুস্থ হলেন ২৪ জন যাত্রী। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিএউতে ভরতি করা হয়েচে তাঁদের। তবে প্রাণহানির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডাক্তাররা।

আইআরসিটিসির এক আধিকারি জানান, ‘২৯০ জনকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। বেলা ১২ টা নাগাদ ৩ জন যাত্রী জানান, তাদের শারীরিক অসুস্থতার কথা। এর কয়েক ঘন্টার মধ্যেই আরও কয়েকজন যাত্রী জানান তারাও অসুস্থ বোধ করছেন।’ তবে কোন খাবারে বিষক্রিয়া হয়েছিল তা স্পষ্ট করে জানাতে পারেনি রেল।

কোঙ্কন রেলওয়ার এক আধিকারিক জানান, চিপলানে সমস্ত যাত্রীদের নামিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iesGrK

October 15, 2017 at 11:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top