জৈন্তা উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উত্তর বাগেরখাল এলাকায় বিদ্যুতায়ন উপলক্ষ্যে গতকাল শনিবার (১৪ই অক্টোবর) বিকেলে উত্তর বাগেরখাল জামেয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
আব্দুর রহমান ময়না মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা রুবেল শরীফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জৈন্তা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, ৫নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, জৈন্তা পল্লীবিদ্যুৎ-২ এর পরিচালক আলতাফ হোসেন, ডিজিএম প্রকৌশলী বিনয় কুমার দাস, কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা, পেসিপিক ক্লাব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন, মানিক মেম্বার, রুহুল আমিন, ফারুক আহমদ, আব্দুল মালিখ, তরমুজ আলী প্রমুখ।
সভায় মানপত্র পাঠ করেন হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন। ঐ এলাকার প্রায় ২১৮টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kQxJ2z
October 15, 2017 at 11:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.