মুম্বাই, ১৫ অক্টোবর- দিওয়ালির এক বিশেষ অনুষ্ঠানে সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল জি টিভিতে একসঙ্গে দেখা গেছে বিরাট কোহলি ও আমির খানকে। অনুষ্ঠানে কোহলি মুখ খুলে সাড়া ফেলেছেন আনুশকাকে নিয়ে! ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। বেশ কয়েকবার তাদের বাগদান ও বিয়ের ভূয়া খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। কদিন আগে নিউইয়র্কে একান্ত সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দীও হয়েছেন তারা। এবারে আমির খানের কাছে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১৫ অক্টোবর জি টিভির পর্দায় প্রচারিত অনুষ্ঠানে দর্শকমাৎ করেছেন আমির ও বিরাট। এ সময় বিরাটকে আমির প্রশ্ন করেন তার কথিত প্রেমিকা আনুশকার কোন বিষয়টি তার সবচেয়ে পছন্দের?। উত্তরে বিরাট বলেন, নুশকি অসম্ভব সৎ এবং স্পষ্টভাষী। ওর এই গুণটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আনুশকাকে আদর করে নুশকি নামেই ডাকেন বিরাট! জীবনে একবারই প্রেমে পড়েছেন বলেও এ অনুষ্ঠানে আমিরকে জানিয়েছেন কোহলি! দিওয়ালি নিয়ে মজার অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও আলোচনা করেন আমির ও বিরাট। অনুষ্ঠান শেষে একসঙ্গে রুবিকস কিউবও মেলাতে দেখা গেছে তাদের। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/১০:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wWvbBu
October 16, 2017 at 05:10AM
15 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top