বিতর্কের অবসান, ‘প্লেস অফ প্রাইড’-এর তালিকায় তাজমহল

আগ্রা, ১৯ অক্টোবরঃ তাজমহল নিয়ে বিতর্কে ইতি টানতে উদ্যোগী হল উত্তরপ্রদেশ সরকার। ২০১৮-র ‘প্লেস অফ প্রাইড’-এর তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। রাজ্যের গর্বের স্থান হিসেবে তুলে ধরা হয়েছে তাজমহলকে। সম্প্রতি তাজমহলকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বিভাগের পুস্তিকায় জায়গা দেওয়া হয়নি মমতাজের স্মৃতিতে নির্মীত এই স্মৃতি সৌধকে। এর পর বিতর্ক আরও বেড়ে যায় বিজেপি বিধায়ক সঙ্গীত সোম এবং বিজেপির সাংসদ বিনয় কাটিহারের করা মন্তব্যকে ঘিরে। শিবমন্দিরের ওপর তাজমহল নির্মাণ করে ইতিহাস বিকৃতির অভিযোগ করেছিলেন তাঁরা।

উত্তরপ্রদেশ সরকারের তরফে সব বিতর্কে জল ঢেলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, উত্তরপ্রদেশের বিভিন্ন পর্যটনস্থানের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আগ্রার তাজমহল এবং আশপাশের এলাকার সৌন্দর্যায়নের জন্য খরচ ধরা হয়েছে ১৫৬ কোটি টাকা। বিতর্কে অবসান টেনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে তাজমহল নির্মাণ করা হয়েছিল। এই সব স্থাপত্যকে রক্ষা করার কথাও জানিয়েছিলেন তিনি। পর্যটনের প্রকল্প খতিয়ে দেখতে ২৬ অক্টোবর তাজমহল সফরের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xPVclA

October 19, 2017 at 01:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top