বিজ্ঞানী এস চন্দ্রশেখরকে শ্রদ্ধার্ঘ্য গুগলের

নয়াদিল্লি, ১৯ অক্টোবরঃ নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল। এদিনগুগল ডুডুলের মাধ্যমে বিজ্ঞানী চন্দ্রশেখরকে শ্রদ্ধা জানানো হয়। ১৯১০ সালের আজকের দিনেই অধুনা পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন চন্দ্রশেখর। ১৯৮৩ সালে নক্ষত্রের বিবর্তন ও গঠনের ওপর গবেষণার জন্য পদার্থবিদ্যায় নোবেল পান তিনি। তাঁর আবিষ্কারগুলির মধ্যে অন্যতম হল চন্দ্রশেখর লিমিট। এই মতবাদ অনুযায়ী, একটি হোয়াইট ডোয়ার্ফ (কোনো নক্ষত্রের শেষাংশ)-এর ওজন সূর্যের ওজনের থেকে সর্বোচ্চ ১.৪৪গুণ ভারী হতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zA9GZ5

October 19, 2017 at 01:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top