সীমান্তে সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ অক্টোবরঃ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের সেনাবাহিনীর সঙ্গেই দিওয়ালি কাটাতে পচ্ছন্দ করেন নরেন্দ্র মোদি। এই বছরও তার ব্যতিক্রম নয়, এবার উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে গুরেজে জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদ্‌যাপন করবেন মোদি। বৃহ্স্পতিবার সকালেই প্রধানমন্ত্রী আকাশপথে শ্রীনগর যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান বিপিন রাওয়াত। গুরেজে মোদির  সঙ্গে যাবেন সেনাপ্রধান, নর্দান কমাণ্ড চিফ দেবরাজ আনবু সহ অন্যান্য সেনাপ্রধানরা। ক্ষমতায় আসার পর প্রথম দিওয়ালিও কাশ্মীরের সিয়াচেনে কাটিয়েছিলেন মোদি। গত বছরও চীন সীমান্ত সংলগ্ন হিমাচলপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে যান তিনি।

ছবিঃ গত বছর হিমাচল প্রদেশে চিন সীমান্তে প্রধানমন্ত্রী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zlUA8O

October 19, 2017 at 02:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top