রায়গঞ্জে থানার অদূরে দেবী মন্দিরে চুরি

রায়গঞ্জ, ৩ অক্টোবরঃ রায়গঞ্জ থানার অদূরেই মন্দিরে দুঃসাহসিক চুরি। দেবী দুর্গার মন্দির থেকে চুরি গেল দেবীর সোনার অলঙ্কার, বাসনপত্র এবং প্রনামী বাক্সের টাকা। রায়গঞ্জ থানার ঢিল ছোড়া দুরত্বে অবস্থিত লিচুতলা সার্বজনীন দুর্গামন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

দশমীতে দেবী দুর্গার বিসর্জন হয়না এই মন্দিরে। মন্দিরেই সারা বছর থাকে দেবীর মূর্তি। গতকাল রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে দেবীর শরীরে পরনে সোনার অলঙ্কার চুরি করার পাশাপাশি মন্দিরের বাসপত্র এবং প্রনামী বাক্স থেকেও টাকা চুরি করেছে।

পুজো কমিটির অন্যতম কর্মকর্তা শিবপ্রসাদ দাস জানিয়েছেন, ‘মন্দিরের পুরোহিত সকালে পুজো দিতে এসে দেখেন তালা ভাঙা, মায়ের অলঙ্কার নেই। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।’

এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত রায়গঞ্জ শহরের মানুষ।

ছবি ও সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kkl4Vh

October 03, 2017 at 09:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top