পুলিশের বিশেষ অভিযানে ফেঞ্চুগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক:: ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ রাত আড়াইটার সময় এ দুই ডাকাতকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নির্দেশনায় ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার এর নেতৃত্বে এসআই অমৃত লাল দেব, এসআই আশরাফুজ্জামান, এসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফেঞ্চুগঞ্জ থানাধীণ মনিপুর চা বাগান এবং রাজনগর থানাধীণ খাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত ও অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাজনগর থানাধীন খাস এলাকা হতে ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং-০৫(০৯)১৭, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ এর আসামী জুবেল (২৫), পিতা-রফিক মিয়া, সাং-পশ্চিমখাস নিজগাও, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। রাত্র অনুমান ০৩:০০ ঘটিকার সময় উক্ত মামলায় সন্ধিগ্ধ আসামী মিন্টু মিয়া (২৫), পিতা-আবুল কালাম, সাং-মনিপুর চা বাগান বাশবাড়ী, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেটকে উক্ত চা বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী সময়ে মিন্টু মিয়া প্রদত্ত তথ্য অনুসারে রাত্র অনুমান ০৩:৩০ ঘটিকার সময় আসামী রুবেল মিয়া (২৬), পিতা-রজব আলী, সাং-মনিপুর বাগান বাশবাড়ী, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেটকে তার বাড়ী হতে গ্রেফতার পরবর্তী তল্লাশী অভিযানে সামুরাই, সাবল, তরবারী, পাইপগান তৈরীর যন্ত্রাংশ, ছুরি, ধারালো দা উদ্ধার করা হয়। এছাড়া রুবেল মিয়ার ঘর হতে দেয়াল, গ্রীল, দরজা ভাঙ্গার যন্ত্রপাতিসহ মোট ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই অমৃত লাল দেব এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৩/১০/২০১৭খ্রি:, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯(ই) রুজু করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hJkU9i

October 03, 2017 at 09:19PM
03 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top