আগরতলা, ১৩ অক্টোবরঃ দিল্লির সঙ্গে দ্রুততর যোগাযোগকারী এই ট্রেনের দাবি জানিয়ে আসছিল ত্রিপুরার মানুষ। গত মার্চ মাসেই রেলমন্ত্রকের তরফে থেকে আসে সুখবর। বহুদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে ত্রিপুরাবাসীর। এবার রাজধানী দিল্লির সঙ্গে আগরতলাকে জুড়ে দিতে চলেছে রাজধানী এক্সপ্রেস। দুটি জায়গার দূরত্বের জন্য রেলপথে যে সময় লাগত, সেই সময়কে এবার কমিয়ে দেবে এই ট্রেন। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই চালু হবে এই ট্রেন।
দেশে বর্তমানে ৪৪টি রাজধানী এক্সপ্রেস চলাচল করে। তার সঙ্গে আসছে আরও একটি রাজধানী। উল্লেখ্য, এই ট্রেনটি আগরতলা-বদরপুর-লামডিং হয়ে ডিব্রুগড় হয়ে, কাটিহার থেকে মুঘলসরাইয়ের পথ ধরে চলে যাবে নয়াদিল্লি। এবিষয়ে তত্কালীন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজ্যপাল তথাগত রায়। তারপরই এই সিদ্ধান্তের কথা জানায় রেলমন্ত্রক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kKGxqJ
October 13, 2017 at 12:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন