পেট্রোল ও ডিজেল গাড়ি নিষিদ্ধ করতে চলেছে অক্সফোর্ড

লন্ডন, ১৩ অক্টোবরঃ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে অক্সফোর্ড৷  লন্ডনের অন্যতম দূষিত এলাকা হিসেবে পরিচিত এই অক্সফোর্ড এবার দূষণমুক্ত স্থানে পরিণত হতে চলেছে। পেট্রোল ও ডিজেল চালিত যান নিষিদ্ধ করতে চলেছে এই বিশ্ববিদ্যালয় শহর।

জানা গিয়েছে, যে সমস্ত কমার্শিয়াল যান, বাস ও গাড়ি পেট্রোল-ডিজেল দ্বারা চালিত হবে, সেগুলি শহরের ছটি রাস্তায় যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া, পেট্রোল ও ডিজেল গাড়ি ব্যবহার থেকে মানুষের উৎসাহ কমাতে ইলেকট্রিক গাড়ির পার্কিং চার্জও কমাতে চলেছে অক্সফোর্ড।

উল্লেখ্য, মার্কিন দূষণ নির্ণয় পদ্ধতিতে জালিয়াতি করে ২০১৫ সালে বিতর্কে জড়িয়েছিল জার্মান গাড়ি নির্মাতা সংস্থা ভক্সওয়াগেন। তারপর থেকেই ডিজেল ইঞ্জিন বন্ধ করতে সোচ্চার হয়েছে বিশ্বের উন্নত দেশগুলি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xBMe0p

October 13, 2017 at 12:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top