বিশ্বনাথ ( সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্রীর সঙ্গে ইভটিজিং করার অভিযোগে নোমান চৌধুরী (২৮) নামের এক যুবককে ৬ মাসে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর গ্রামে মুজিবুল হকের পুত্র। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হক ভ্রাম্যমান আদালত বসিয়ে এই সাঁজা প্রদান করেন।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা সদরস্থ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে কিছুদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছে নোমান চৌধুরী। বুধবার দুপুরে ঐ স্কুল ছাত্রী প্রতিষ্ঠান থেকে বের হলে তার শ্লীলতাহানির উদ্দেশ্যে পথরোধ করে নোমান চৌধুরী। এসময় বিষয়টি স্কুলে শিক্ষকদের দৃষ্টি পড়লে তারা নোমান কে স্কুলে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে অবগত করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে (নোমান) ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হক। নোমান চৌধুরী দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের ফয়সাল মিয়া বাড়িতে লজিং মাস্টার ও গোল্ডমার্ক বিস্কুট কোম্পানীর সেইলসম্যান হিসেবে কর্মরত। তাকে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার এসআই কামরুল ইসলাম।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wLlXrS
October 10, 2017 at 08:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.