কুয়ালালামপুর, ১০ অক্টোবর- মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি আবরার আনোয়ার। আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার সিইও হিসেবে কর্মরত মহেন্দ্র গুরসাহানির স্থলাভিষিক্ত হবেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া গ্রামে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সিইও এনা মার্স তার সম্পর্কে বলেন, আমরা অনেক আশাবাদী যে, আবরারের দক্ষ নেতৃত্ব ও ব্যাংকিং শিল্পের জ্ঞান মালয়েশিয়ায় আমাদের ব্যাংকিং ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে। করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ, ভারত ও ব্রিটেনে ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে আবরার আনোয়ারের। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে অধিষ্ঠিত হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আবরার আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন। আবরার আনোয়ার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ শাখায় যোগ দেন। ২০১৪ সাল পর্যন্ত করপোরেট ক্লায়েন্ট কভারেজ বিজনেসম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সালের জানুয়ারিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদের দায়িত্ব নেন তিনি। তথ্যসূত্র: আরটিভি অনলাইন এআর/১৯:৫৫/১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yElIU9
October 11, 2017 at 01:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top