শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ দক্ষিণবঙ্গে মিলেছে ব্যাপক সাড়া। তাই এবার ভাবনা চলছে উত্তরবঙ্গে আসার। রাজ্যের কৃষি বিপণন দফতর সূত্রে খবর, কার্সিয়াং, কালিম্পং ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় খোলা হবে সুফল বাংলার স্টল। ইতিমধ্যেই স্টল খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য কৃষি বিপণন দফতর।
জানা গিয়েছে, পাহাড়ের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ারেও খুলবে সুফল বাংলা বিপণী। শিলিগুড়িতে দুটি স্টল খোলার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা ঠিকমতো চললে আগামী নভেম্বরেই খুলে যাবে স্টলগুলি। সুফল বাংলা বিপণী কেন্দ্র ন্যায্য মূল্যে সবজি বিক্রি করার জন্য বিখ্যাত হয়েছে। চাষিদের থেকে সরাসরি সবজি কিনে সুফল বাংলা কেন্দ্রে তা বিক্রি করা হয়। এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যে পান।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে এখন মোট ১৯টি স্থায়ী এবং ৪৮টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল রয়েছে। এর মধ্যে পুজোর আগেই ২২টি ভ্রাম্যমাণ স্টল শুরু হয়েছে। সূত্রের খবর, ২০১৮ এর মার্চের মধ্যে এই সংখ্যা ১০০তে নিয়ে যাওয়াই লক্ষ্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xwKlx3
October 10, 2017 at 09:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন