বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ শত বছরর প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণের লক্ষে প্রায় ২১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আলহাজ্ব পংকি খান ও প্রধান শিক্ষক আবদুল আজিজ’সহ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সম্পত্তির বৈধ কাগজপত্র উপজেলা সাব-রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ’র কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মজম্মিল আলী, ছয়ফুল হক, আবুল কালাম কছির, সাহাব উদ্দিন, রাজিয়া বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, আবদুস ছালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী প্রমুখ’সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xuJ52m
October 10, 2017 at 08:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.