নয়াদিল্লি, ৬ অক্টোবরঃ নোট বাতিলের পর ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করার তথ্য এল সরকারের হাতে। তথ্য অনুযায়ী, প্রায় ৫,৮০০টি ভুয়ো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। নোট বাতিলের আগে সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় কোনও টাকাই ছিল না বলে জানা গিয়েছে। তবে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪,৫৭৪ কোটি টাকা জমা পড়েছে। এই বিষয়ে সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে ১৩টি ব্যাংক।
সম্প্রতি বেশ কয়েকটি সন্দেহজনক কোম্পানির নাম রেজিস্ট্রার অফ কোম্পানিজ থেকে বাদ দেওয়া হয়েছিল। সমস্ত অবৈধ লেনদেন ও করফাঁকি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই কোম্পানিগুলির অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্মের উপরেও নিয়ন্ত্রণ জারি করেছিল সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xY8YXu
October 06, 2017 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.