নয়াদিল্লি, ৬ অক্টোবরঃ ফাঁসির পরিবর্তে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে নয়া বিকল্প খুঁজতে কেন্দ্র সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই নোটিশ পাঠাল আজ। কেন্দ্রকে আগামী তিন মাসের মধ্যে এর উত্তর দিতে বলা হয়েছে।
মৃত্যুদণ্ডে ফাঁসির গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে আবেদন করেন আইনজীবী ঋষি মালহোত্রা। যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্তরা যাতে সবচেয়ে কম কষ্ট পায় সেটা দেখতে হবে।
এবিষয়ে মালহোত্রা বলেন, সংবিধানের ২১ ধারায় (বাঁচার অধিকার) কম যন্ত্রণা দিয়ে মর্যাদার সঙ্গে একজন বন্দির মৃত্যুদণ্ড পাওয়ার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।
কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্টের পরামর্শ, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যন্ত্রণাবিহীন কোনও পন্থা খুঁজে বার করুক আইনসভা। তিন সপ্তাহ পরে ফের এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z3UAKW
October 06, 2017 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন