মোগাদিসু, ১৫ অক্টোবরঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি পৃথক গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৮৯ জনের। আহত ২০০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোগাদিসু পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হামলা দুটি হয়েছে।
সূত্রের খবর, মোগাদিসুর শারাফি হোটেলে ঢোকার মুখে প্রথম গাড়িবোমা বিস্ফোরণটি হয়। তাতে প্রাণ হারান ১০০ জনেরও বেশি। অন্যদিকে, মদিনা শহরে ঘটে দ্বিতীয় বিস্ফোরণটি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হয় দুটি বিস্ফোরণ। তবে এই বিস্ফোরণে কাদের হাত রয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। প্রাথমিক অনুমান, আদ কায়দার সঙ্গে যুক্ত সন্ত্রাসবদী সংগঠন আল-শাবাব এর সঙ্গে যুক্ত থাকতে বলে দাবি সোমালিয়া সরকারের। মোগাদিসুর পুলিশ কর্তা ক্যাপ্টেন মহম্মদ হুসেন জানান, দুটি বোমাই খুবই শক্তিশালী ছিল।
একেই আফ্রিকার ভয়ঙ্করতম হামলা হিসেবে মনে করা হচ্ছে। একে জাতীয় বিপর্যয় বলে মনে করা হচ্ছে। এত প্রাণহানির জেরে দেশে তিনদিন ধরে শোক পালনের কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gltASW
October 15, 2017 at 08:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন