‘বিখ্যাত’ হয়ে গিয়েছেন তাই সমস্যা, প্রেমাংশুর মত এমনই

কলকাতা, ১৫ অক্টোবরঃ অবশেষে সাংবাদিক সম্মেলন করলেন অভিযুক্ত নাট্যকর্মী প্রেমাংশু রায়।

স্ত্রী-শিশু পুত্র ও দলের  দু’জন কর্মী নিয়ে কলকাতায় প্রেস ক্লাবের ঠিক বাইরে আজ শেষ বিকেলের এই সম্মেলনে তিনি বলেন, কোথাও পালিয়ে যাননি তিনি। তাঁর প্রকাশ্যে এসে উত্তর দিতে দেরি হল, কারণ তিনি আইনি পরামর্শদাতা খুঁজছিলেন এবং ব্যয়ভারের জন্য টাকাপয়সা জোগাড় করছিলেন।

তিনি নাট্য শিক্ষাশিবিরে মদ্যপান করেননি। তিনি চ্যালেঞ্জ জানালেন, যাঁদের এই অভিযোগ তাঁরা দেখাক, শিবিরে তাঁর মদ্যপানের ছবি বা ভিডিও ক্লিপিং! এমনকি এক ছাত্রীকে তিনি ঘরে ডাকছেন, এমন একটি ভয়েস-রেকর্ড, যেটি একটি টেলি-মাধ্যমে সম্প্রচারিত হয়েছে, সেটিও সম্পাদিত বলে উড়িয়ে দিলেন তিনি।

ব্রাত্য বসুর নাম করে তিনি খুনের হুমকি দিয়েছেন বলে রটনায় তাঁর হাসি পায়। আসল ঘটনা নাকি, চরিত্রের খাতিরে একজন দাড়ি কাটতে চায়নি বলে, তিনি বলেছিলেন, ব্রাত্য বসু বা সুমন মুখোপাধ্যায়ের নাটকে এমন কথা বললে ওঁরা তাকে খুন করে দিতেন!

ব্রাত্য বসু তাঁকে মিনার্ভা সংস্কৃতি চর্চা কেন্দ্র-য় এনেছেন, এ কথাও তিনি অস্বীকার করেন। তাঁকে ডেকেছে স্বয়ং সংস্থাটিই। কারণ, নিশ্চয় করে তারা খেয়াল করেছে, ১৭ বছর ধরে তিনি লাগাতার বিখ্যাত দলে ৩০-৩৫টি নাটক করেছেন। নির্দেশনা দিয়েছেন। নিজের দল গড়েছেন। ৪টি ছবি পরিচালনা করেছেন। তাই তিনি যোগ্য।

এত কিছু বলার পরে উত্তরবঙ্গ সংবাদের তরফে তাঁকে জিজ্ঞাসা ছিল, শিবিরের অন্য কারও সম্পর্কে তো কোনও অভিযোগ কেউ করেনি! এমনকি শিবিরে একজন প্রশিক্ষকও তাঁর পক্ষে দাঁড়াননি। উল্টে গোটা নাট্যজগতের অধিকাংশ মানুষ তাঁর বিরুদ্ধে পথে নামছেন, চিঠি দিচ্ছেন উপযাজক হয়ে। এমনকি এ ধরনের ঘটনা নাকি তিনি শুধু নাট্যজগতে নয়, ফিল্ম করতে গিয়েও ঘটিয়েছেন বলে অনেকের অভিযোগ। সরকারও তাঁকে প্রশিক্ষক হিসেবে না রেখে সরিয়ে দিল। মাঝ পথে শিবির স্থগিত হয়ে গেল! এ গুলো কেন?

এ ব্যাপারে প্রেমাংশু রায়ের অভিমত, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে নাট্যজগতের একটা অংশ। তিনি ‘বিখ্যাত’ হয়ে গিয়েছেন, হয়তো সেই কারণে। কারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, তাঁদের নাম নাকি আগামী দিনে ফাঁস হয়ে যাবে।

আপাতত, এই ‘নোংরামি’ বন্ধ করার জন্য তিনি ও তাঁর পরিবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ykq7Lj

October 15, 2017 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top