ট্রাফিক সার্জেন্টের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল (ভিডিও)

ডেস্ক রিপোর্ট ● দেশে ভালো পুলিশ থাকলেও গুটিকয়েক পুলিশের দুর্নীতির কারণে বদনাম হয় সব পুলিশের। তেমনি দুর্নীতিগ্রস্ত এক পুলিশকে দেখা গেল রাস্তায় গাড়ি থামিয়ে ঘুষ নিতে। কিন্তু যে ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা, তার পাশেরজন পুরো ঘটনার ভিডিও করে ছেড়ে দেন ফেসবুকে। তবে ভিডিওটি কবে করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, একজন বিদেশির কাছ থেকে ওই টাকা ঘুষ নিয়েছেন নীতিশ নামের এ পুলিশ কর্মকর্তা। ঘুষের টাকা নিয়ে ওই পুলিশ গাড়ির কাগজপত্র তৈরির জন্য দুই দিন বেশি সময় দেন এবং বলেন, ওই টাকা না দিলে তিনি গাড়িটি আটক করবেন। সেক্ষেত্রে জরিমানা হবে ৫ হাজার টাকা।

এদিকে ভিডিওটির নিচে অনেক মানুষ পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তারা বলছেন, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তবে ঘুষ দেওয়ার জন্য গাড়ির ভেতরে বসে থাকার ব্যক্তিরও সমালোচনা করেছেন অনেকে।

উল্লেখ্য, সর্বশেষ রাজধানীর মৎস্য ভবনের সামনে এক ফটো সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর করায় আলোচনায় আসেন এক ট্রাফিক সার্জেন্ট। পরে তাকে প্রত্যাহার করা হয়। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মংস্য ভবন মোড়ে দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক মো. নাসির উদ্দিন ট্রাফিক সার্জেন্ট মুস্তাইনের  নিপীড়নের শিকার হন।

ভিডিওটি নিচে দেওয়া হল-

The post ট্রাফিক সার্জেন্টের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল (ভিডিও) appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2idaVZZ

October 15, 2017 at 09:03PM
15 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top