বার্সেলোনা, ২ অক্টোবরঃ ঘরের মাঠ ‘ক্যাম্প ন্যু’-তে দুরন্ত ফুটবল বার্সেলোনার। তবে মাঠে হাজির ছিলেন না কোনও দর্শক। স্পেনে রাজনৈতিক ঝামেলায় প্রথমে ঠিক হয়েছিল ম্যাচটি বাতিল হয়ে যাবে। বার্সেলোনাও চাইছিল ম্যাচটা বাতিল হোক। লা লিগা কর্তাদেরও বার্সেলোনা তাদের ইচ্ছে জানিয়ে দিয়েছিল। তবে ম্যাচ বাতিল করতে চাননি লা লিগা কর্তারা। পাশাপাশি ম্যাচ বাতিল হলে বার্সেলোনার ৬ পয়েন্ট হারানোর আশঙ্কাও ছিল। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে বার্সেলোনার তরফে ঘোষণা করা হয়, খেলা হবে, তবে দর্শকশূন্য অবস্থায়।
তবে মাঠে লাস পালমাসের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেললেন মেসিরা। ৩-০ গোলে ম্যাচে জিতল ক্যাটালন জায়ন্টরা। এদিন অবশ্য প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি বার্সা ফুটবলাররা। তবে প্রথম থেকেই আক্রমণ বিধ্বস্ত্ব হয়ে যাচ্ছিল লাস পালমাস।
৪৯ মিনিটে মেসির বাড়ানো পাস গোলে পৌচ্ছে দেন বুসকেটস। এরপর ম্যাচের রাশ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সা। ৭০ মিনিটে মেসি নিজের গোল পেয়ে যান। ড্যানিস সুয়ারেজের পাস লাস পালমাসের গোলে ঢুকিয়ে দেন মেসি।
৭৭ মিনিটে ফের গোল। এবার মেসির সহযোগী লুই সুয়ারেজ। সাতটি লা লিগা ম্যাচে ১১টি গোল করে মাঠ কাঁপাচ্ছেন মেসি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2g3xBrQ
October 02, 2017 at 02:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন