লস অ্যাঞ্জেলেস, ০৪ অক্টোবর- শোবিজ জগতে হরেক রকমের স্ক্যান্ডালের আলোচনায় থাকে। তবে এবার এক ভিন্ন ধরনের স্ক্যান্ডালের খবরে তোলপাড় হলিউড পাড়াজুড়ে। জার্মানির অভিনেত্রী রেনেটা লেঙ্গার অস্কারজয়ী পরিচালক রোমান পোলনস্কির বিরুদ্ধে ধর্ষণেরর অভিযোগ করলেন। সম্প্রতি ৬১ বছর বয়সী অভিনেত্রী লেঙ্গার সুইস পুলিশের কাছে অভিযোগ করেন, ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে রোমান পোলনস্কি তাকে ধর্ষণ করেন তার নিজ বাসায়। লেঙ্গার জানান, ওই সময় তার বয়স ছিল ১৫। দীর্ঘদিন নানা চাপে এ অভিযোগ তিনি লুকিয়ে রেখেছিলেন। তবে সম্প্রতি সুইস পুলিশ শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি শুদ্ধি অভিযান শুরু করে। তাই তিনি তার এ ঘটনার কথা জানান। সুইস পুলিশ অবশ্য জানিয়েছে, লেঙ্গার লিখিত অভিযোগ দাখিল করলেই এ ব্যাপারে তদন্ত শুরু করবেন তারা। পরিচালক রোমান পোলনস্কি তার বিখ্যাত ছবি দ্য পিয়ানিস্টর জন্য সেরা পরিচালক ক্যাটাগরিতে জিতেছিলেন অস্কার পুরস্কার। তাছাড়া তিনি চায়না টাউন, রোজমেরিস বেবিসহ আরও বেশ কিছু ছবির নির্মাতা। আর/১৭:১৪/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yYfXh2
October 05, 2017 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top