৩০০ কোটি ইয়াহু অ্যাকাউন্ট হ্যাক

ক্যালিফোর্নিয়া, ৪ অক্টোবরঃ ২০১৩ সালে তাদের ৩০০ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। চুরি গিয়েছিল গোপন তথ্য, তা স্বীকার করে নিল ইয়াহু।

তবে তারা জানিয়েছে, আক্রান্ত অ্যাকাউন্টে চুরি হওয়া তথ্যের মধ্যে পেমেন্ট কার্ড তথ্য অথবা ব্যাংকের তথ্য নেই। এর আগে ডিসেম্বর মাসে ইয়াহু জানিয়েছিল, তাদের ১০০ কোটি ব্যবহারকারী আক্রান্ত হয়েছে। ফেব্রুয়ারিতে ভেরাইজন কম দামে ইয়াহু কিনে নেয়।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাকাউন্টগুলির তথ্য এমন এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত ছিল, যা অত্যন্ত পুরনো এবং সহজেই ভাঙা যায়। এই খবর ছড়িয়ে পড়ার পর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে ইয়াহুর একাধিক শেয়ারহোল্ডার ও ব্যবহারকারী। ইতিমধ্যে মার্কিন ফেডেরাল অ্যান্ড স্টেট কোর্টে  ইয়াহু-র বিরুদ্ধে ৪১ টি মামলা চলছে বলেও খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xZs1jW

October 04, 2017 at 06:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top