বাংলাদেশ সফরে যাবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বরঃ বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক আছে তা আরও মজবুত করতেই এই সফর বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতেই এই সফর। বাংলাদেশের বিদেশসচিব শহিদুল হক আজ একথা জানিয়েছেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এএইচ মাহমুদ আলি। দুই বিদেশমন্ত্রী দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা করবেন। এই বৈঠকেই দুই দেশের মধ্যেকার সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখবেন সুষমা।

কিছুদিন আগে নয়াদিল্লিতে দুই দেশের বিদেশমন্ত্রী সাক্ষাত্‍ করেন। এরপরই বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন সুষমা স্বরাজ। চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলিও। তিনি জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক আগের তুলনায় এখন বেশ ভালো।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ku54jz

October 07, 2017 at 11:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top