বেগম আখতারকে শ্রদ্ধা জানাল গুগল

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বরঃ আজ বিখ্যাত শিল্পী বেগম আখতারের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগুল। ঠুমরি, গজল কিংবা ক্লাসিক্যাল। সবেতেই সমান পারদর্শী ছিলেন তিনি।

উত্তরপ্রদেশের ফৈজাবাদে ১৯১৪ সালে জন্ম আখতারের। বাবা ছিলেন অভিজাত সৈয়দ পরিবারের। বিখ্যাত উস্তাদ জামির খাঁ-র কাছ থেকেই বেগম আখতারের তালিম নেওয়া। যদিও সেই সময় তিনি বেগম আখতার নন। বিবি নামেই পরিচিত ছিলেন সকলের কাছে। ধীরে ধীরে গানের জগতে পা রাখা। এরপর তিনি চলে আসেন কলকাতায়। পাতিয়ালার উস্তাদ আতা মহম্মদ খানের কাছ থেকে শুরু হয় তালিম নেওয়া। পরবর্তীকালে এই বিবি-ই  হয়ে উঠলেন ‘মালিকা-এ-গজল’ বেগম আখতার।

অনেক চড়াই উতরাই আসে তাঁর জীবনে। এমনকি গান গাওয়াও এক সময় বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে গানের জগতেই ফিরে আসেন তিনি। গানের ভেতর জীবনের আনন্দ খুঁজে পেতেন আখতার। ১৯৭৪ সালের অক্টোবর মাসে আমদাবাদে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন। ৩০ অক্টোবর মাত্র ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুগল ডুডলের পাশাপাশি বেগম আখতারকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xYu1ZZ

October 07, 2017 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top