ডেনমার্কে নিষিদ্ধ হতে চলেছে বোরখা

কোপেনহেগেন,৭ সেপ্টেম্বরঃ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং বুলগেরিয়ার পর এবার ইউরোপীয় দেশগুলোর মধ্যে ডেনমার্ক নিষিদ্ধ করতে যাচ্ছে বোরখা ও নিকাব দিয়ে মুখ ঢাকা। এটি নিষিদ্ধ করার পক্ষে সায় দিল ডেনমার্ক পার্লামেন্ট। শুক্রবার পার্লামেন্টে বেশিরভাগ রাজনৈতিক দলই বোরখার বিপক্ষে রায় দয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্যই এদিন বোরখা দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করার ইঙ্গিত দেন বিদেশমন্ত্রী অ্যানডার্স স্যমুয়েলসেন।

ডেনমার্কের লিবারেল দলের মুখপাত্র জেকব জেনসেন বলেন, ধর্মীয় আবেগে আঘাত হানা উদ্দেশ্য নয়। পোশাক দিয়ে মুখ ঢাখা নিষিদ্ধ করতেই এই চিন্তা-ভাবনা।

ধর্মীয় স্বাধীনতা নাকি নিরাপত্তা, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে ইউরোপের অনেক দেশই এখন ভাবনাচিন্তা করছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xoBb5r

October 07, 2017 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top