বার্সেলোনা ৭ অক্টোবরঃ বার্সেলোনায় মাঝ মাঠের মূল কান্ডারি আন্দ্রে ইনিয়েস্তা। স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য বছর তেত্রিশের এই ফুটবলার। বার্সার আবেগের সাথে জড়িত ইনিয়েস্তার নাম। তিনি এক অভিনব চুক্তি সই করলেন বার্সার সাথে। আজীবন এই ক্লাবেই থাকবেন বলে চুক্তি করলেন ইনিয়েস্তা। গতকাল সেই চুক্তির কথা ঘোষণা করেছে ক্লাব। পুরনো চুক্তি ছিল শেষের পথে। ইনিয়েস্তা আগের সেই সোনার ফর্মেও নেই, তাই নানা জল্পনাও শুরু হয়েছিল তাঁর বার্সায় থাকা নিয়ে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা সারা জীবনের জন্য রেখে দিল তাঁকে।
এর পাশাপাশি কাতালুনিয়া নিয়েও মুখ খুললেন ইনিয়েস্তা। সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘এই সমস্যা সত্যিই খুব জটিল। আগে কাতালুনিয়ার প্রতিবাদ নিয়ে যতটা আশা করা হত, এবার তা বিশাল আকার নিয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হতে পারে। আমাদের সকলের স্বার্থে সেটাই করুন। কারণ আমরা শান্তি চাই।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y0oYIR
October 07, 2017 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন