ঢাকা, ১৬ অক্টোবর- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোটার তালিকায় বড় কোনো চমক না থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ১৬৭ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ঢাকা আবাহনী লিমিটেডের কাউন্সিলর হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আবাহনীর আরেক কাউন্সিল থাকছেন সায়ান এফ রহমান। এ ছাড়া ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহবুব উল আনাম ও লোকমান হোসেন ভূঁইয়া, গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা ও চৌধুরী রকিব হায়দার, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মোস্তাক হোসেন ও আবুল বাশার, প্রাইম ব্যাংকের ডা. ইকবাল আনোয়ার ও তানজিল চৌধুরী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের নজিব আহমেদ ও সাফওয়ান সোবহান। প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ে থাকায় তাদের দুটি করে ভোট। এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের লোমা আলম রহমান, ব্রাদার্স ইউনিয়নের মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, কলাবাগান ক্রীড়া চক্রের মোহাম্মদ সফিকুল আলম ফিরোজ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাজী নাবিল আহমেদ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নিছারউদ্দিন আহম্মদ কাজল ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের শওকত আজিজ রাসেল প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলো থেকে কাউন্সিলর হয়েছেন। বিসিবির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম মেয়র আ জ ম নাসির চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর হয়েছেন মো. সহিদউল্লাহ, আশীষ রায় চৌধুরী, আবদুল ওয়াহেদ, আলী আব্বাস ও জাকিয়া তাজিন। সাবেক ক্রিকেটারদের মধ্যে বিসিবি থেকে কাউন্সিলর হয়েছেন এ এস এম ফারুক, খালেদ মাহমুদ সুজন, ওমর খালিক রুমি, সেলিম শাহেদ, আজম ইকবাল, ফয়সাল হোসেন ডিকেন্স, এ কে এম আহসান উল্লাহ, নিয়ামুর রশীদ রাহুল, আব্দুল হান্নান সরকার ও শাহেদুর রহমান। আর সাবেক পাঁচ অধিনায়কের মধ্যে কাউন্সিলর হয়েছেন, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। আরো সাবেক দুই অধিনায়ক আকরাম খান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে নাঈমুর রহমান দুর্জয় কাউন্সিলর হয়েছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং কোয়াবের কাউন্সিলর হয়েছেন গোলাম মোহাম্মদ ফয়সাল। তথ্যসূত্র: এনটিভি এআর/২১:১০/১৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yt624Y
October 17, 2017 at 03:11AM
16 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top