বালাগঞ্জে অর্ধকোটি টাকার সরকারি সম্পত্তি খোলা আকাশের নিচে!

নিজস্ব প্রতিনিধি:: বালাগঞ্জে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের দুটি সরকারি গাড়ি দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গাড়িগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ার পর থেকেই সেগুলো খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। এতে গাড়িগুলোর মূল্যবান যন্ত্রাংশগুলো ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে সরকারিভাবে বরাদ্ধকৃত জিপ গাড়িটি বেশ কয়েক বছর আগে নষ্ট হয়ে যায়। বর্তমানে গাড়িটি উপজেলা কমপেক্সের সম্মুখে ফেলে রাখা হয়েছে। গাড়িটির তৎকালে বাজারমূল্য বিশ থেকে পঁচিশ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।

এছাড়া বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্সটিও বেশ কয়েক বছর আগে অচল হয়ে যায়। অচল অ্যাম্বুল্যান্সটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে পরিত্যক্ত অবস্থায় খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। তৎকালে এটিরও বাজারমূল্য ত্রিশ লক্ষ টাকা ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে কথা বলার জন্য গত বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেড ক্লার্ক নূরুল ইসলাম জানান, হাসপাতালের পরিত্যক্ত অ্যাম্বুল্যান্সটির বিষয়ে এক মাস আগে তথ্য নেয়া হয়েছে।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ বলেন, পরিত্যক্ত এ জিপগাড়িটি নিলামে দেয়ার বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gmIhF6

October 16, 2017 at 08:54PM
16 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top