, ৫ অক্টোবরঃ রোহিঙ্গা ইস্যুতে মায়নামারের নেত্রী সু কি-র ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড সিটি অফ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, সু কি-কে দেওয়া ‘ফ্রিডম অফ অক্সফোর্ড’ সন্মান তারা ফিরিয়ে নেবে। ২ অক্টোবর কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিতে যে প্রস্তাব পাশ হয়েছে তা হল তিনি আর এই সম্মানের যোগ্য নন, তাই এই সন্মান ফিরিয়ে নেয়া হচ্ছে।
অন্য অনেক নামী প্রতিষ্ঠানও সু কি-কে দেওয়া সম্মান নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। ব্রিটেনের শ্রমিক সংগঠন ‘ইউনিসন’ জানিয়েছে, তারা মায়ানমারের নেত্রীকে দেওয়া সাম্মানিক সদস্যপদ সাসপেন্ড করছে। ব্রিস্টল ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকনোমিক্সের ছাত্র সংসদও সুকিকে তাদের দেওয়া সম্মান নিয়ে চিন্তা ভাবনা করছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y1f5cM
October 05, 2017 at 06:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন