স্টকহোম, ৫ অক্টোবরঃ সাহিত্যে নোবেল পেলেন জাপানি বংশোদ্ভূত কাজুও ইশিগুরো(৬২)। জন্মসূত্রে জাপানি তবে ব্রিটেনে থাকার সুবাদে ব্রিটেনের নাগরিকত্ব অর্জন করেন তিনি। সাহত্যচর্চা মূলত ইংরেজি ভাষায়।
১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন কাজুও। ২০০৫ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন তিনি।
১৯৮২ সালে তাঁর প্রথম উপন্যাস ‘এ পেল ভিউ অফ হিলস’ প্রকাশ পায়। পরের উপন্যাস ১৯৮৬ সালে প্রকাশ পায় ‘অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’।
‘দ্য রিমেন্স অফ দ্য ডে’ উপন্যাসের অবলম্বনে একটি হলিউড ছবিও তৈরি হয়েছে।
২০০৫ সালে লেখেন ‘নেভার লেট মি গো’। এই উপন্যাসের মধ্যে দিয়ে তাঁর লেখায় সায়েন্স ফিকসনের শীতল অন্তঃপ্রবাহ লক্ষ্য করা যায়।
এরপর ২০১৫ সালে লেখেন ‘দা বারিড জায়েন্ট’। এখানে কাজুও দেখিয়েছেন কীভাবে স্মৃতি ও বিস্মৃতি পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত। দেখিয়েছেন অতীত থেকে বর্তমান, ভাবজগৎ থেকে বাস্তব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kpOcun
October 05, 2017 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন