সুরমা টাইমস ডেস্ক::প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাননি। তাকে প্রচণ্ড চাপ প্রয়োগ করে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। এটি নজির বিহীন। বললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে আইনজীবী সমিতি প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে নিয়ে জরুরি সভা করে।
বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে পুনরায় বৈঠক করবে আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, আমাদের আইনজীবী সমিতি মনে করে তার (প্রধান বিচারপতির) ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি যেনো ছুটিতে চলে যান। আপনারা জানেন, জাতি জানে, একটি জাজমেন্টের পরে তাকে একটি রাজনৈতিক দল, সরকার বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল। আমরা মনে করি, সেই চাপের কারণে তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
জয়নুল আবেদীন বলেন, ‘হঠাৎ করে মাননীয় প্রধান বিচারপতি ছুটি নেওয়াতে দেশব্যাপী একটা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তিনি আরো বলেন, প্রধান বিচারপতি কেন, কী কারণে, কী চাপে, কী জন্য তিনি ছুটি নিয়েছেন, সেটা আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জানার অধিকার আছে।
জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতি আজকের গেট টুগেদারে যেন আমরা আইনজীবীরা উপস্থিত থাকি এ জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অতীত অভিজ্ঞতা অনুযায়ী কোনও প্রধান বিচারপতি এভাবে দাওয়াত দিয়ে ছুটি নিয়ে চলে যান নাই।
তিনি বলেন, সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xY62cX
October 03, 2017 at 10:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন