যুবলীগ প্রতিষ্ঠা থেকেই সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছে- কামরান

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট মহানগর যুবলীগের অর্ন্তগত ২৫,২৬ ও ২৭নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কদমতলী পয়েন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুবলীগের সদস্য সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সভাপতি যথাক্রমে গোলজার জগলু, সাহেদ আহমদ এবং মালাইর যৌথ পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭২ সালের ১১ই নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে জনগনের সকল গনতান্ত্রীক আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

এসময় আরোও বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, তথ্য সম্পাদক তপন মিত্র, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সদস্য হেলাল বক্স, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সেলিম আহমদ সেলিম, আসাদ উদ্দিন আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল বাছিত সেলিম, সিরাজুল ইসলাম শিরুল, নিজাম উদ্দিন ইরান, ছয়েফ খান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুমিনুল হক বকুল প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xQDIaF

October 03, 2017 at 09:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top