মুম্বাই, ০৯ অক্টোবর- তার বন্ধু শাহরুখ খান ভীষণ মজাদার মানুষ, দারুণ গল্প বলতে পারেন। বললেন আমির খান। সে সব পুরনো দিনের কথা, যখন শাহরুখ-আমির মোটেই বনত না। আমির তো নিজের কুকুরের নাম শাহরুখ রেখেছিলেন। কিন্তু এখন দুই নায়কে ফাটাফাটি দোস্তি। শাহরুখের ছেলের জন্মদিনে উপহার হাতে আসছেন আমির, শাহরুখ পোস্ট করছেন আমিরের সঙ্গে সেলফি। পরিবর্তিত পরিস্থিতিতে আমির বলেছেন, ব্যক্তি হিসেবে তারা দুজনেরই খুব কৌতূহলী, তবে শাহরুখ কথা বললে তিনি শুনতে পছন্দ করেন। আমিরের কথায়, বহুবার শাহরুখের সঙ্গে বসে গল্প করেছি। ও ভীষণ মজাদার, দারুণ গল্প বলে। ওর কথা শুনতে প্রচণ্ড মজা লাগে। আমিরের ধারণা, তার ও শাহরুখের মধ্যে তিনিই বেশি কৌতূহলী, কারণ এসআরকে কথা বললে তিনি তা শুনতে চান। কারণ, শাহরুখের কথা বলার ধরন তার প্রিয়। তিনি যে কোনও মুহূর্তকে জ্যান্ত করে তুলতে পারেন। দঙ্গল-এর নায়ক এখন ব্যস্ত তার আগামী ছবি সিক্রেট সুপারস্টার নিয়ে। তিনি জানিয়েছেন, এই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তা ফুটিয়ে তোলা কঠিন ছিল কারণ ওই চরিত্রের মত চিন্তাভাবনা করতে হত তাকে। চরিত্রটি সব সময় নিজেকে সেরা ভাবে। তাই এই অনুভূতি তারও ভেতর থেকে আসতে হত, যদিও বাস্তবে তা হয় না। বাস্তবে সব সময় নিজের কাজকে প্রশ্ন করেন তিনি। ১৯ তারিখ মুক্তি পাবে সিক্রেট সুপারস্টার। আর/১৭:১৪/০৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hZamTq
October 10, 2017 at 12:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top