অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থেলার

স্টকহোম, ৯ অক্টোবরঃ চলতি বছরে অর্থনীতিতে নোবেল পেলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড থেলার। অর্থনৈতিক সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্র মানব মনস্তত্ত্বের প্রভাব তুলে ধরায় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ একথা জানিয়েছেন সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সচিব গোরান হ্যানসেন। পুরস্কারের মূল্য ১.১ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে তিনি।

নোবেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিহেভিয়ারাল ইকনমিকস অর্থাৎ ব্যবহারিক অর্থনীতিতে অবদানের জন্য থেলারকে এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z8Fwf7

October 09, 2017 at 06:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top