মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) ও মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী মিয়ার ছেলে মনছুর (৩৬) মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল হাসান জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩শ’ পিস ইয়াবাসহ নাঈম ও ইমাকে আটক করা হয়।

তিনি আনো জানান, ভোরে আরিছপুর এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ মনছুর ও মানিক মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yJUD1Y

October 14, 2017 at 08:26PM
14 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top