নিজস্ব প্রতিনিধি:: গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে পিয়াইন নদীর ভাঙ্গনের কবল থেকে বসত বাড়ি ও গ্রাম রক্ষার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বারের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পিয়াইন নদীর বাউরবাগ এলাকায় বাউরবাগ, বাউরবাগ হাওর, নয়াগাঙ্গেরপার ও বাংলাবাজার এলাকার সহস্রাধিক নারী পুরুষ এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়।
পূর্ব জাফলং আওয়ামীলীগের আহবায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি সামছুল আলম, ইউপি সদস্য শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বাউরবাগ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগ নেতা হালিম আল মামুন, মুরব্বি ইব্রাহিম মিয়া, কুদরত মিয়া, জমির উদ্দিন, আছদ্দর আলী, ইমাম উদ্দিন, জমির উদ্দিন, সিরাজ উদ্দিন, বাউরভাগ ইসলামী যুব সংঘের সভাপতি হোসেন আহমদ প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন প্রতি বছরই পাহাড়ি ঢলে নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে মানুষের বসত বাড়ি। গত একযুগে ওই এলাকার কয়েক শতাধিক ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বসত বাড়ি হারিয়ে অনেকেই সহায় সম্বলহীন হয়ে পড়ছে। তাই পূণরায় মানব বন্ধনের মাধ্যমে নদী ভাঙ্গনের হাত থেকে বসত বাড়ি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yo3zc7
October 14, 2017 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন