সিলেট জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ

দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় (২০১৪-১৫ অর্থবছরের) জেলা পরিষদের উদ্যোগে ফ্যাশন অ্যান্ড হ্যান্ডিক্রাফট প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১১ই অক্টোবর) প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাটলিপিকার একেএম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক যুগ্ম সচিব মো. মতিউর রহমান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা পরিষদের সদস্যগণের মধ্য বক্তব্য রাখেন- সংরক্ষিত আসনের মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ২ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান। প্রশিক্ষকের বক্তব্য রাখেন- শাহিদা শিকদার, ইউসুফ হিজরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হারুন অর রশিদ।

অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শাহনাজ আক্তার, রাশেদা আক্তার, আলফা বেগম, আমেনা বেগম, জয় বাউরি। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yaTFuB

October 11, 2017 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top