১৫দিন পর জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া শিশুটি মারা গেল

নিজস্ব প্রতিবেদক ● জোড়া মাথা নিয়ে জন্মের ১৬দিনের মাথায় মারা গেল শিশু হাসান হোসাইন। গতকাল রবিবার বিকেলে দেবিদ্বার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে সিএনজি অটোরিক্সাতেই শিশুটির মৃত্যু হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম গত ১৩অক্টোবর রাতে দেবিদ্বারের সেবা হসপিটালে জোড়া মাথা বিশিষ্ঠ একটি পুত্র সন্তান জন্ম দেন।

দুই মাথা বিশিষ্ট হলেও জন্মের শিশুটির শারীরিক অবস্থা ভাল ছিলো বলে তার পরিবারের লোকজন জানায়।

জানা যায়, জন্মের ১৫দিন পর রবিবার সকালে হঠাৎ করে শিশুটির ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয়। বিকালে শিশুটির দাদী করুণা বেগম একটি সিএসজি চালিত অটোরিক্সা করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির শারীরিক অবস্থা থেকে এখানে কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ প্রদান করেন। পরদিন সোমবার ঢাকা নিয়ে এই ভেবে পুনরায় বাড়ী ফিরে আসার সময় মাঝ পথেই শিশু হাসান হোসাইনের মৃত্যু হয়।

জানা যায় শিশুটির দুই মাথা নিয়ে জন্ম তাই পরিবারের সদস্যরা নামকরন করেছেন হাসান হোসাইন। রবিবার বাদ এশা নামাযে জানাযা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

The post ১৫দিন পর জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া শিশুটি মারা গেল appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zYnQ6D

October 29, 2017 at 09:13PM
29 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top