ইন্দোর, ১৭ অক্টোবরঃ মাত্র ৫০০ টাকায় মিলছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত গোপন তথ্য। এই সামান্য টাকার বিনিময়েই ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে শুরু করে গ্রাহকদের ফোন নম্বর ও ইমেইল আইডি, সমস্তই হাসিল করতে পারে দুষ্কৃতীরা। এমন তথ্যই প্রকাশ করল মধ্যপ্রদেশ পুলিশ।
ইন্দোর পুলিশ জানিয়েছে, এই ডেটা কেনাবেচার কারবারের সঙ্গে যুক্ত রয়েছে একটি আন্তর্জাতিক চক্র। এর মূল আস্তানা পাকিস্তানের লাহোর। তদন্তের সময় ক্রেতা সেজে বিটকয়েনের মাধ্যমে এই চক্রের কাছ থেকে ডেটা কেনেন এক গোয়েন্দা। সেখান থেকেই সূত্র দরে হদিশ মেলে এই চক্রের এবং মুম্বই থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে।
তবে জয়কিষেণ গুপ্তার থেকে অভিযোগ পাওয়ার পরই মধ্যপ্রদেশ সাইবার সেল তদন্ত শুরু করে। তিনি অভিযোগ করেছিলেন, ২৮ আগস্ট তাঁর অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭২,৪০১ টাকা তুলে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ক্রেডিট কার্ড দিয়ে মুম্বইয়ের রাজকুমার পিল্লাই ফ্লাইটের টিকিট কেটেছে। এরপরই গ্রেফতার করা হয়েছে রাজকুমার ও তাঁর সহযোগী রামপ্রসাদ নাদারকে। রাজকুমার পিল্লাই ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্টের প্রাক্তন কর্মী। রামপ্রসাদ নাদার এইচডিএফসি ব্যাংকে কর্মরত।
আরও জানা গিয়েছে, এসব কার্ডের ডিটেলস শুধুমাত্র সেইসব আন্তর্জাতিক ওয়েবসাইটে ব্যবহার করা হত যেখানে কার্ডে ট্র্যানজেকশন করতে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয় না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gf2AAG
October 17, 2017 at 01:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন