ভারতীয় বংশোদ্ভূত ১৯ বছরের অক্ষয় ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতি

লন্ডন, ১৭ অক্টোবরঃ ভারতীয় বংশোদ্ভূত ১৯ বছরের অক্ষয় রূপারেলিয়া। লন্ডনের বাসিন্দা কুইন এলিজাবেথ হাইস্কুলের এই ছাত্র এখন ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতি। স্কুলে পড়াশোনার ফাঁকেই নিজের অনলাইন ব্যবসা সামলেছেন অক্ষয়।

স্ট্রিট এজেন্টরা যে কাজের জন্য হাজার হাজার পাউন্ড চার্জ করে সে কাজই মাত্র ৯৯ পাউন্ডের বিনিময়ে করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়েছে তাঁর কোম্পানি ‘ডোরস্টেপস ডট কো ডট ইউকে’(doorsteps.co.uk)। লাইভ হওয়ার মাত্র ১৬ মাসের মধ্যে  ব্রিটেনের সবচেয়ে বড়ো অ্যাসেট এজেন্সিগুলোর মধ্যে মাত্র ১৮ নম্বরে চলে এসেছে ডোরস্টেপস। ব্যবসা শুরুর কয়েক মাসের মধ্যেই ডোরস্টেপসের শেয়ার কিনতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। মাত্র ১ বছরে অক্ষয়ের অনলাইনে জমি-বাড়ি ক্রয়বিক্রয়ের সংস্থার মূল্য দাঁড়িয়েছে ১২ মিলিয়ন পাউন্ড বা ১০৩ কোটি ২৩ লক্ষ টাকা।

আত্মীয়দের কাছ থেকে ৭,০০০ পাউন্ড ধার নিয়ে শুরু করেছিলেন ব্যবসা। এখন তাঁর সংস্থায় কাজ করেন ১২ জন কর্মী। বিনিয়েগকারীরা আরও ৫ লক্ষ পাউন্ড সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ায় নিজের সংস্থাকে আরও বাড়বেন বলে আশাবাদী অক্ষয়। ভবিষ্যতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স ও ম্যানেজমেন্ট নিয়ে পড়ার ইচ্ছা অক্ষয়ের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yrL6te

October 17, 2017 at 02:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top