তিলপাড়া থেকে ছাড়া হল জল, প্লাবিত ১০টি গ্রাম

ভরতপুর (মুর্শিদাবাদ), ১২ অক্টোবরঃ তিলপাড়া থেকে জল ছাড়ায় নতুনভাবে বন্যা পরিস্থিতি তৈরি হল কান্দি মহকুমার ভরতপুর ও বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে যাওয়ায় বন্ধ কান্দি-সালার রাজ্য সড়কে যান চলাচল। বুধবার রাত থেকে ময়ুরাক্ষী নদীর জলস্তর বেড়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে ওই দুই ব্লকের প্রায় ১০টি গ্রাম। জলবন্দী হয়ে পড়েছে প্রায় হাজার খানেক পরিবার। জলমগ্ন হয়ে পড়ায় ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন প্রায় শতাধিক মানুষ। জলে তলিয়ে গিয়েছে কয়েকশো বিঘে ফসলি জমি। কান্দি রাজ্য সড়ক জলমগ্ন হয়ে অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যেই। প্রশাসনের তরফে আজ সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। অসুস্থ মানুষদের উদ্ধার করে পাঠানো হচ্ছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। জলবন্দী গ্রামবাসীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। পুনরায় গভীর রাতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় এক কথায় দিশেহারা হয়ে পড়েছেন ওই সমস্ত এলাকার কয়েক হাজার মানুষ।

গতকাল সকাল থেকে ময়ূরাক্ষী নদীতে ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে তিলপাড়া ব্যারেজ। ঝাড়খণ্ড সীমান্তে ব্যাপক বৃষ্টি হওয়ায় তিলিপাড়া ব্যারেজ কর্তৃপক্ষ জল ছাড়তে বাধ্য হয় বলে জানানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yiXyxx

October 12, 2017 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top