কলকাতা, ০৫ অক্টোবর- হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা বাধা হয়ে দাঁড়ানোয় কেরল ও ত্রিপুরায় সিপিএম কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি ও আরএসএস৷বৃহস্পতিবার এই অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ তাঁর অভিযোগ, কেরলে সিপিএম কর্মীদের উপর সশস্ত্র হামলা হচ্ছে৷ আর ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে গেরুয়া-বাহিনী৷ প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি নিচ্ছে বামেরা৷ সূর্যকান্ত মিশ্র এক বিবৃতিতে এদিন জানিয়েছেন, দেশজুড়ে হিংসা ও সাম্প্রদায়িক প্ররোচনার যে কর্মসূচি বিজেপি চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আগামী সোমবার, ৯ অক্টোবর দেশব্যপী প্রতিবাদ দিবস পালন করবে বামেরা৷ তাঁর অভিযোগ, হিংসা ও সাম্প্রদায়িক প্ররোচনায় দেশজুড়ে প্রবল তৎপর হয়ে উঠেছে আরএসএস এবং বিজেপি। কিন্তু এর বিরুদ্ধে একমাত্র বামপন্থীরাই লড়াই করছে৷ তাই কেরল ও ত্রিপুরায় সিপিএম কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন৷ এ রাজ্যেও আরএসএস ও বিজেপি সাম্প্রদায়িক হিংসার পরিবেশ তৈরি করে চলেছে বলে তিনি অভিযোগ করেছেন৷ আর ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে বোঝাপড়ায় ও মদতে আরএসএস এসব করছে বলেও তিনি অভিযোগ। এর বিরুদ্ধে পথে নামার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যে এখন থেকে ওই কর্মসূচি চলবে৷ তার পর আগামী সোমবার তা দেশজুড়ে পালন করা হবে বলে সূর্যকান্ত মিশ্র জানান৷ এআর/২১:৪০/০৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fNcxp2
October 06, 2017 at 03:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন