মুম্বাই, ০৫ অক্টোবর- তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। অন্যদের মতো বছরে খুব বেশি সিনেমা তিনি করেন না, তবে যেগুলো করেন খুঁটে বেছে শতভাগ সফলতার সঙ্গেই করার চেষ্টা করেন। শুটিংয়ের সময়ে কোন শর্ট নিজের পছন্দ সই না হলে সেটাকে তিনি কখনোই চূড়ান্ত করেন না। বার বার করতে থাকেন। সেই জন্যই তাঁর নাম মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলিউডের খানদের মধ্যে অন্যতম মিস্টার আমির খান। সম্প্রতি এক সাক্ষাতকারে সেই কথা জানালেন নায়কও। বলিউডের ৩০ বছরের অভিনয় জীবনে কি পেয়েছেন বা চাওয়া-পাওয়ার হিসেব বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খুব অ্যাগ্রেসিভ অভিনেতা। যখন কোনও ফিল্মের চরিত্রের উপর কাজ করি, ধ্যান-জ্ঞান সব সেই প্রজেক্টে দিয়ে দিই। তার জন্য আমার ব্যক্তিগত জীবনও প্রভাবিত হয়েছে। আমার প্রথম স্ত্রী রিনা বা দ্বিতীয় স্ত্রী কিরণ এদের কারও সঙ্গেই তেমন সময় কাটাতে পারি না। আগে মাকে অনেক সময় দিতাম, এখন সেটাও পারি না। সন্তানদেরও খুব কম সময় দিতে পারি। তবে এখন চেষ্টা করি আজাদকে অন্তত একটু বেশি সময় দিতে। যদি মুাম্বইয়ে থাকি, সন্ধা ৬টা থেকে ৮টা শুধুই আজাদের জন্য। ওকে গোসল করাই, খাওয়াই, তার পর গল্প পড়ে শোনাই। এ ভাবেই নিজের খামতিগুলো মেটানোর চেষ্টা করি। সুপারস্টার হলেন কিভাবে প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, প্রত্যেক ছবিতে আমার চরিত্র এবং লুক আলাদা হবে। এক জিনিস করলে আমিই বোর হয়ে যাই। আমি খুব খারাপ ছবিতে কাজ করেছি আর দর্শক আমাকে দেখতেই হলে গিয়েছেন, এমনটা হয়নি। পিকেআমার জন্য সুপারহিট হয়নি। রাজকুমার হিরানির জন্য হয়েছে। দঙ্গল-এ আমির খান আছে বলে লোকে পছন্দ করেনি। ছবির গল্প সকলের ভাল লেগেছে তাই ফিল্ম সুপারহিট। সুপারস্টার কোনও ছবিকে হিট করাতে পারে না। কোনও ভাল ছবি অভিনেতাকে সুপারস্টার বানাতে পারে। আসলে ফিল্ম হিট হয় দুজনের জন্য লেখক এবং পরিচালক। আমির আরও বলেন, পাওয়ার কথা বলতে গেলে বলবো অনেক মানুষের ভালবাসা আর শ্রদ্ধা পেয়েছি। আমার কাছে এটা বিশাল একটা ব্যাপার। অনেক টাকাও রোজগার করেছি। আমার জীবন সে দিক থেকে পরিপূর্ণ। সত্যমেব জয়তের মতো শো করতে গিয়ে অনেক লোকের কাছে আসতে পেরেছি। সেটা হয়তো একজন অভিনেতা হিসেবে পারতাম না। তবে কী হারিয়েছি, সেটা ভাবার বিষয়। আমির খান বর্তমানে ব্যস্ত তাঁর নতুন ছবি ঠগস অব হিন্দুস্তান এর শটিং নিয়ে। এ ছবিতে তিনি কাজ করছেন বলিউড শাহেনশাজ অমিতাভ বচ্চনের সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন নতুন চলচ্চিত্র নির্মাতা অদ্ভেদ চন্দন। এআর/২১:৩৫/০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fSalQz
October 06, 2017 at 03:31AM
05 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top