কমল সাজা, গোধরা কান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত ১১ জনের যাবজ্জীবন

আহমেদাবাদ, ৯ অক্টোবরঃ ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ১১ জনের সাজা কমাল গুজরাত হাইকোর্ট। মৃত্যুদন্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হাইকোর্ট। বাকি ২০ জন অপরাধীর যাবজ্জীবনের সাজা জারি রাখল আদালত।

এই ঘটনার তদন্তের দন্য গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দলের (সিট)। দীর্ঘ ২৯ মাস ধরে শুনানি চলার পর আজ বিচারপতি এএস দাভে ও বিচারপতি জি আর উধওয়ানির বেঞ্চ এই রায় দিল।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের এস৬ কামরায় আগুন লাগার অগ্নি বিপর্যয়ে ৫৯ জনের মৃত্যুর ঘটনায় নাশকতার অভিযোগ ওঠে। এই ঘটনার ৯ বছর পর ২০১১-র ১ মার্চ ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাদের মধ্যে ১১ জনের ফাঁসির সাজা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০ জনের। মুক্তি পান ৬৩ জন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। আজ তারই রায় দিল হাইকোর্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xrZuUZ

October 09, 2017 at 02:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top