দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

কলকাতা, ৯ সেপ্টেম্বরঃ ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলছে ভোর রাত থেকেই। ফলে দুর্যোগ থেকে শুরু হয়েছে দুর্ভোগ। সপ্তাহের কাজের দিনের শুরুতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে, দীর্ঘ পুজোর ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে ভারী বৃষ্টিতে বিপাকে অনেকেই। সকালে বন্ধ হয়েছে স্কুল যাওয়া। সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গার জল জমার যন্ত্রণা। বলা যেতে পারে বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপর্যস্ত শহর।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া বৃষ্টিতে কলকাতার আন্ডারপাসগুলিতে জল জমেছে। যাঁরা দমদম, উল্টোডাঙা, কাঁকুরগাছি দিয়ে যাতায়াত করেন তাঁরাও বিপাকে পড়ে যান।

দমকা হাওয়ার জেরে শহরের একাধিক জায়গায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। দক্ষিণে শরত্‍ বোস রোড, লেক রোড, গোলপার্ক কিংবা উত্তরের নারকেল ডাঙা মেইন রোডে গাছ পড়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। গাছ পড়ে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোডও। বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব পড়েছে রেল ও বিমান চলাচলেও। শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচল বিঘ্নিত। বিমান ওঠানামাতেও সমস্যা দেখা দিয়েছে দমদম বিমান বন্দরে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y49AuW

October 09, 2017 at 02:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top