শিশু ধর্ষণের অভিযোগে হবিগঞ্জে ০১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জের বাহুবলে আট বছরের এক শিশু ধর্ষণের শিকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আজ মঙ্গলবার শফিক মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, সোমবার শিশুটি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে শফিক মিয়া কৌশলে তাকে ডেকে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শফিক দৌড়ে পালিয়ে যান। শিশুটিকে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আরএমও মো. বজলুর রহমান বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, সেটা এখোনো জানা যায় নি।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাহুবল থানায় একটি মামলা করলে পুলিশ আজ মঙ্গলবার ভোরে শফিক মিয়াকে গ্রেপ্তার করে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xFvZLu

October 31, 2017 at 09:58PM
31 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top